মেঘনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলার নয়া কান্দারগাঁও স্ট্যান্ড এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। ১৭ নভেম্বর বিসমিল্লাহ্ ইলেক্ট্রিক দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আসামীরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার জারাবৈশা গ্রামের মজনু সরদারের ছেলে সুমন সরদার (২২) এবং বরিশালের উজিরপুর উপজেলার কাশিপুর গ্রামের মিজান মল্লিকের ছেলে মো. হৃদয় মল্লিক (১৯)।