ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের অধিকার আদায় ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রনয়নের দাবিতে সাংবাদিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লূৎফর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকালের রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক। প্রধান বক্তা ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নয়া দিগন্ত ও যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক ও আমার দেশের রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানী, ট্রেজারার মমিনুল ইসলাম রিপন।

অনুষ্ঠানে এটিএন নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি এম.এ সামাদ এর সঞ্চালনায় ঠাকুরগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ফজলে ইমাম বুলবুল (আমার দেশ), নূর আফতাবুল রুপম (নিউ এজ), শাহ মোঃ নাজুল ইসলাম (সময়ের আলো), র.ই. রাফিক সরকার (সংগ্রাম), মমিনুল ইসলাম বিশাল, তানভীর হাসান তানু (৭১ টিভি), নবীন হাসান (ডিবিসি), নাহিদ রেজা (বৈশাখী টিভি) প্রমুখ। এছাড়াও বিগত আওয়ামী সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার কারাবরণসহ হয়রানীর শিকার হওয়াদের মধ্যে আল-মামুন জীবন, রহিম শুভসহ অন্যান সাংবাদিকগণ তাদের নির্যাতিত হওয়ার অবিজ্ঞতা তুলে ধরেন।

বক্তাগণ আগামী দিনে সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।