বরগুনা সংবাদদাতা : বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি বিশিষ্ঠ আলেমেদ্বীন মাওলানা রফিকুল ইসলাম হেলালী গত রবিবার নিজ বাড়িতে লিবার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ১ স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরগুনা জেলা আমির বরগুনা ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহিব্বুল্লাহ হারুন। ঢাকা মহানগরীর জামায়াত নেতা বরগুনা ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডাঃ সুলতান আহম্মেদ। বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারী আসাদুজ্জামান আল-মামুন। বরগুনা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি সাবেক জেলা আমির আলহাজ¦ মাওলানা আবুজাফর মোঃ সালেহ সেক্রেটারি সাংবাদিক অধ্যাপক মোঃ আবদুর রব। বরগুনা পৌরআমির মাওলানা আবদুল জলিল বরগুনা সদর উপজেলা আমির মাওলানা নূরুল আমিন। বরগুনা আদর্শ মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মোঃ মহিবুল্লাহসহ জামায়াত ইসলামী বরগুনার স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।