নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি। তবে, নিরাপত্তা চাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ তিনি জিডিতে উল্লেখ করেননি বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে ওমর বিন হাদি শাহবাগ থানায় জিডিটি করেন।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ওসমান হাদির ভাই। তবে, নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ তিনি জিডিতে উল্লেখ করেননি। জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন। ওসি আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৫ জানুয়ারি ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।