বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বহুল প্রতীক্ষিত ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল বুধবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১,৭৫৫ কর্মকর্তা এবং আরও ৩৯৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা হবে ৯ এপ্রিল, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।৫০তম বিসিএসের পরীক্ষাসংশ্লিষ্ট সব কার্যক্রম ধাপে ধাপে পরিচালনা করবে পিএসসি।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: অনলাইনে আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৪ ডিসেম্বর থেকে। আবেদন শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আবেদন ফি পরিশোধ করা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।