মৌলভীবাজার সংবাদদাতা : আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কুলাউড়া আসছেন আজ। জামায়াতের কুলাউড়া উপজেলার নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন। জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী সংবাদমাধ্যমকে জানান, কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে দাওয়াতি জনসভায় নিজ উপজেলায় আমীরে জামায়াত সফর করবেন। অমুসলিমদের নিয়ে মতবিনিময় প্রোগ্রাম শেষ করে পৌরসভা হলের সামনে মিডিয়া দায়িত্বশীল ভাইদের সাথে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেবেন। সফরসূচি নি¤œরূপ- সকাল ১০.৩০টা- ভুকশিমইল ইউনিয়নে দাওয়াতি সভা, ১১.৩০, অমুসলিমদের নিয়ে মতবিনিময, পৌরসভা হল ১.৪৫, জুড়ি উপজেলায় দাওয়াতি সভা ৩.৫০, ছাত্রশিবির সদস্যদের শিক্ষা বৈঠক, পৌরসভা হল ৫.০০, আসরের নামাজ রবির বাজার জামে মসজিদ ও মুসল্লিদের উদ্দেশে বক্তব্য প্রদান ৫.৩০, পৃথিমপাশা ইউনিয়নে দাওয়াতি সভা, রবিরবাজার ৭.০০, ব্রাহ্মণবাজার ইউনিয়নে দাওয়াতি সভা ৮. ৩০ ভাটেরা ইউনিয়নে দাওয়াতি সভা।
গ্রাম-গঞ্জ-শহর
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার কুলাউড়া আসছেন
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কুলাউড়া আসছেন আজ। জামায়াতের কুলাউড়া উপজেলার নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন।