চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা সেনাবাহিনী অভিযানে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোহাম্মদপুর গ্রামের মৃত বদরুল আলমের ছেলে মাহবুব আলম পলাশ (৫০)।
সম্প্রতি বিষয়টি নিশ্চিত করছেন চুয়াডাঙ্গা সেনাবাহিনীর। অভিযানটি পরিচালনা করেন বিএ-১১৩৮৫ ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট ২৬৩টি, গাঁজা সেবনের কলকে ৩টি, অ্যান্ড্রয়েড ফোন ১টি, গাঁজা ১ পুরিয়া, গাঁজা কাটার সরঞ্জাম ৪টি অভিযান শেষে আসামী ও উদ্ধারকৃত মালামাল ওই দিন ভোরে (মঙ্গলবার) দর্শনা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেহেরপুর : মেহেরপুরের গাংনীর উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে দু’টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ওই গ্রামের ক্লাব বাজার সংলগ্ন একটি মুদি দোকানের সম্মুখ থেকে লাল রংয়ের বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে। বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এসআই কামরুজ্জামান।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলায় পাকুন্দিয়া উপজেলা গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্রে জানা যায়, অল্প বয়সী শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন পৌঁছে যাওয়ায় তারা পড়াশোনা থেকে বিমুখ হয়ে পড়ছে। অনলাইন গেম, ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে অনেকেই।
এতে সময় নষ্ট হচ্ছে, মনোযোগ হারাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ভেঙে পড়ছে। শিক্ষার মান উন্নত ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই উপজেলা প্রশাসনের এই সিদ্ধান্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, শিক্ষার্থীরা যেন মোবাইল আসক্তি থেকে বিরত থেকে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আইন-শৃঙ্খলা সভার সদস্যদের মতামতের ভিত্তিতে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক ভূমিকা রাখতে হবে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গোবিন্দগঞ্জে সংঘর্ষে গুরুতর আহত মুনছুর মন্ডল ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। জানা গেছে, গত ১৬ আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বইলগ্রাম গ্রামে জমি- জমা নিয়ে মনছুর মন্ডলের একই গ্রামের ইউনুস আলী গং এর সাথে সংঘর্ষ হয়। এতে মুনছুর আলী সহ মুনছুরের পক্ষের বেশ কয়েকজন আহত হয়।আহতদের মধ্যে মুনছুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মুনছুরের অবস্থার অবনতি ঘটলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হয়। এখানে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ১৯ সেপ্টেম্বর রাতে সে মারা যান। এদিকে মুনছুর হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা অবিলম্বে মুনছুর হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
চকরিয়া: সম্প্রতি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালীর ঢালায় রশি টানিয়ে সংঘটিত খুনসহ ডাকাতির ঘটনায় অতি অল্প সময়ের ব্যবধানে খুনী ডাকাত সদস্যদের গ্রেফতারে সাফল্য অর্জন করায় চকরিয়া থানা পুলিশ পেয়েছেন আইজিপি প্রদত্ত বিশেষ পুরস্কার। সোমবার (২২ সেপ্টেম্বর) চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীন। এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপরোল্লেখিত ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ আলামত ও দুই সহযোগিকে গ্রেফতার করতে সক্ষম হন। আদালতে দেওয়া ডাকাত দলের প্রধানের জবানবন্দীর সূত্র ধরে অপর দুই সহযোগিকেও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় দ্রুত গ্রেফতার ও উদ্ধার অভিযানে সফলতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম (বিপিএম) সংশ্লিষ্ট টিমকে কর্ম উৎসাহ অব্যাহত রাখার লক্ষ্যে নগদ এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন। এমন সাফল্যের স্বীকৃতির সংবাদে পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন এক শুভে”ছা বার্তায় চকরিয়া থানা পুলিশের অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান।
এদিকে সোমবার সন্ধ্যায় সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করে সম্প্রতি মহাসড়কে রশি টানিয়ে ডাকাতিকালে খুনের ঘটনাসহ সার্বিক বিষয়ে প্রেস কনফারেন্সের আয়োজন করে চকরিয়া থানা পুলিশ। প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও ওসি তৌহিদুল আনোয়ার।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকাসক্তি প্রতিরোধে ও প্রযুক্তির অপব্যবহার শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পাখরপাড় বিডি-০৩৫ এর আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ-মাদারীপুর এবিসিএস এর পালক প্রধান রেভা. বিমল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: শাজাহান মোল্লা, সমাজসেবা অফিসার সাধন বল, কাজী মন্টু ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক কমল তালুকদার, গোপালগঞ্জ-মাদারীপুর এবিসিএসের সভাপতি গিলবার্ট বিনিময় সরকার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পাখরপাড়ের ব্যবস্থাপক রনী বাড়ৈ, সাংবাদিক কালাম তালুকদার বক্তব্য রাখেন।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৈত্রিক সম্পত্তি দখলের আতস্কে দিন কাটছে এক প্রবাসী পরিবারের জন্য ওয়াকফনামা দলিল জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি আদালতে মামলা দায়ের করেছেন। বাদী মোঃ শফিউদ্দিন আহমদ (৭৪), যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, দাবি করেছেন যে তার নিকটাত্মীয়রা ষড়যন্ত্র করে তার মালিকানাধীন জমি অবৈধভাবে মসজিদের নামে ওয়াকফ করার চেষ্টা করেছে।
বাদীর অভিযোগে বীর মুক্তিযোদ্ধার সন্তান আমেরিকা প্রবাসী শফি উদ্দিন আহম্মেদ জানান, তিনি সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি বালুচর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং ওই গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী। মসজিদটি প্রতিষ্ঠার জন্য তিনি তার ভাইদের সাথে মিলে ২০০১ সালে ৬ শতাংশ জমি ওয়াকফ করেছিলেন। কিন্তু পরবর্তীতে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বিবাদী পক্ষ পারস্পরিক যোগসাজশে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সিরাজদিখান সাব-রেজিস্ট্রি অফিসে মিথ্যা ওয়াকফনামা দলিল (নং ১৩৩০) তৈরি করে বাদীর মালিকানাধীন সম্পত্তি দখলের চেষ্টা চালায়।
বাদীর ভাষ্যমতে, “আমার অজান্তে এবং উপস্থিতি ছাড়াই দলিল সম্পাদন করা হয়েছে। এমনকি দলিলে আমাকে বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি দেখানো হয়েছে, অথচ আমি কিছুই জানতাম না। এটি সম্পূর্ণ ষড়যন্ত্র।”
নরসিংদী : ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা (১৬) এক কিশোরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সম্প্রতি শ্রীনিধি রেল স্টেশনের অদূরে চান্দেরকান্দি এলাকার রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ের কয়েকজন কর্মচারী ও স্থানীয়রা সকালে চান্দেরকান্দি এলাকার রেললাইনের মাঝখানে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
গজারিয়ায় : মুন্সীগঞ্জের গজারিয়ায় মার্কেটে চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছে তিন চোর। সম্প্রতি উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মোহাম্মদ আলী প্রধান প্লাজা মার্কেটে চুরি করতে এসে তারা আটক হয়।আটককৃতরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দলাশ গ্রামের সুন্দর আলীর ছেলে জালাল ও মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের বজলু মিয়ার ছেলে রফিক এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর গ্রামের সৈকত উদ্দিনের ছেলে রবিন। প্রত্যেক্ষ্যদর্শীরা জানায় গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আলী প্লাজার ৩য় তলার মোবাইল এর দোকানে তালা কাঁটার সময় সিসিটিভি ফুটেজ দেখে তিন চোরকে আটক করে সিকিউরিটি গার্ড ও স্থানীয়’রা। এ সময় আরও দুই জন কৌশলে পালিয়ে যায়। স্থানীয় জনগণ তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে সংঘর্ষে গুরুতর আহত মুনছুর মন্ডল ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। জানা গেছে, গত ১৬ আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বইলগ্রাম গ্রামে জমি- জমা নিয়ে মনছুর মন্ডলের একই গ্রামের ইউনুস আলী গং এর সাথে সংঘর্ষ হয়। এতে মুনছুর আলী সহ মুনছুরের পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে মুনছুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মুনছুরের অবস্থার অবনতি ঘটলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হয়। এখানে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি সে মারা যান। এদিকে মুনছুর হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা অবিলম্বে মুনছুর হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাই ভূমি অফিসের নাজির মঞ্জু আহাম্মেদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য দুর্নীতি ও অনিয়ম নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ায় তিনি এখন বেপরোয়া হয়ে উঠেছে।
জানাগেছে, ধামরাই সহকারী কমিশনার ভূমি অফিসের ভিপি (অর্পিত) শাখার নাজির সার্টিফিকেট পেশকার মোঃ মঞ্জু আহাম্মেদ ১৫৩/৭৯ ভিপি কেইসে জমির ভোগ দখলকারী কৃষক হোসেন আলী কে বাদ দিয়ে ৩ লাখ টাকার ঘুষের বিনিময়ে আবু সাঈদ নামে এক ব্যক্তি কে নতুন করে লীজ প্রদান করে। নাজির মোঃ মঞ্জু আহাম্মেদ এ প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে লেখা লেখি করে কোন লাভ নেই কারন আমি জেলা প্রশাসক (ডিসি) সাহেবের আত্বীয়। যে কারণে উপজেলা নিবার্হী কর্মকর্তা মামনুন আহাম্মেদ অনিক ও সহকারী কমিশনার ভূমি এসি ল্যান্ড রিদওয়ান আহমেদ রাফি আমাকে কোন কিছুই করবে না। এ দিকে নাজির ঘুষ কেলেঙ্কারি থেকে বাঁচতে মোটা অংকের টাকা নিয়ে মিশনে নেমেছে বলে অভিযোগ উঠেছে। তবু ও থেমে নেই এসিল্যান্ড অফিসের ঘুষ বাণিজ্য। রাত ৯ টা পর্যন্ত চলছে অফিস খোলা প্রতিটি সেক্টরে চলছে দুর্নীতি, অনিয়ম। নিউজ বন্ধের জন্য এ প্রতিবেদককে বিভিন্ন রকমের নেতা , সরকারী কর্মকর্তা ও মিডিয়ার লোকজন দিয়ে নানা রকমের চাপ সৃষ্টি করছে । অভিযোগ রয়েছে ভিপি কেইস নং ২৫/৮২ ফাইলে নবায়নের জন্য গত ১৬-৪-২৫ তারিখে নূরুল ইসলাম নামে এক ব্যক্তি উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর আবেদন করেন কিন্তু নাজির মঞ্জু নুরুল ইসলামের কাছে থেকে ঘুষ না পাওয়ায় ২৫/৮২ ফাইলটি ভিপি শাখা থেকে এখন গায়ের হয়ে যায়। এ ভাবেই এসিল্যান্ড অফিসে চলছে লুটপাট ও ঘুষ বাণিজ্য, যেন দেখার কেউ নেই।
হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সম্প্রতি উপজেলার চৌধুরীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিনটি মামলা দায়ের করা হয়। এ সময় বাপ্পী দাশ (চৌধুরীপাড়া), রাজেন্দ্রনাথ সরকার (ফতেয়াবাদ) ও পরিতোষ ধর (চৌধুরীহাট) নামের তিনজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। প্রশাসন জানায়, জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গোপালপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবৈধ চায়না জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুহিন হোসেনের নেতৃত্বে নগদাশিমলা ইউনিয়নের কইচাবিল এবং পোড়াবাড়ি এলাকায় প্লাবনভূমিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নবাব আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে টাকার বিনিময়ে বাঁশঝাড়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে চার জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়ার বোর্ড থেকে তাস,টাকাসহ বিভিন্ন সরঞ্জার উদ্ধার করা হয়েছে। সম্প্রতি উপজেলার শাওইল দেলুঞ্জ গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার শাওইল বাজারের আহম্মদ আলী শেখের ছেলে আব্দুল আজিজ শেখ (৫৮), একই গ্রামের দিঘীরপাড়ের আবুল শেখের ছেলে বাবলু শেখ (৬০) দক্ষিণপাড়ার তাছের উদ্দিন শেখের ছেলে আলেফ উদ্দীন শেখ (৫২) ও পলাশী গ্রামের কলিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩১)।
আদমদীঘির সান্তাহার থেকে ৪৫ পিস নেশার অ্যাম্পল (ইনজেকশন) সহ মিলন শেখ (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। সম্প্রতি সান্তাহার কলসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিলন শেখ সান্তাহার কলসা ঈদগাহ মাঠ এলাকার কামাল হোসেন শেখের ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার সান্তাহার পৌরসভা এলাকায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান কালে সান্তাহার কলসা ঈদগাহ মাঠ এলাকায় বেচাকেনার সময় মিলন শেখকে আটক করা করার তার হেফাজত থেকে ৪৫ পিস নেশার এ্যাম্পল উদ্ধার করা হয়। এসময় অজ্ঞাত কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।