রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে তিন ফসলি জমিতে গড়ে ওঠা রিয়া অটো রাইস মিলের পরিবেশগত ছাড়পত্র বাতিল এবং ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সম্প্রতি চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সভাপতি সোহাগ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবাসিক এলাকায় স্থাপিত মিলটি আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মিল থেকে নির্গত বর্জ্যে শতাধিক বিঘা ফসলি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থী মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
তারা আরও বলেন, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে মিল কর্তৃপক্ষ অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় রাইস মিল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। অবিলম্বে রিয়া অটো রাইস মিল বন্ধ ও ফসলি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।