নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে ১৯ এপ্রিল সকালে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম, নেত্রকোনা ।
ডিআইজি মহোদয় নেত্রকোনা পুলিশ লাইন্সে এসে পৌঁছালে ফুলেল শুভেচছা জানান পুলিশ সুপার, নেত্রকোনা এবং জনাব রিপন কুমার মোদক ,অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোনা ।
ম্যাগজিন গার্ডে পুলিশ লাইন্সের সুসজ্জিত একটি চৌকস দল ডিআইজি মহোদয়কেঁ গার্ড অব অনার প্রদান করে।
বিশেষ কল্যাণ সভায় ডিআইজি মহোদয় উপস্থিত অফিসার্স-ফোর্সদের সকল সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন। এছাড়াও তিনি তার বক্তব্যে ফোর্সের মনোবল বৃদ্ধি, ডিসিপ্লিন ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।