গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ কে এম বাবর এর বাসা থেকে যৌথবাহিনী অস্ত্র উদ্ধারের ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি।

গত ২২ আগস্ট শুক্রবার গোপালগঞ্জ যৌথ বাহিনী এক অভিযান চালিয়ে জেলা বিএনপি’র নেতা ডাঃ কে এম বাবর এর থানাপাড়ার বাসার বাথরুম থেকে একটি পাইপ গান ও কার্তুজ উদ্ধার করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ২৩ আগস্ট শনিবার গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য রাখেন ডাঃ বাবরের স্ত্রী ডা. রাবেয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য এডভোকেট তৌফিকুল ইসলাম , এ্যাডভোকেট মোঃ সেলিম, আজিজুর রহমান বেনা, ফজলুল কবির দারা ও জিয়াউল কবির বিপ্লব, শেখ হাবিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশসহ ছাত্রদল ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। এ সময় ডা. বাবরের স্ত্রী ডাঃ রাবেয়া আক্তার বলেন, আমার স্বামী আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাসী। তিনি একজন জনপ্রিয় নেতা। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে মনে করছি। ডাঃ বাবর বাসায় না থাকা অবস্থায় কে বা কারা আমার শাশুড়ির রুমে ঢুকে বাথরুমের মধ্যে একটি দেশীয় পরিত্যক্ত পাইপগান ও কার্তুজ রেখে সেনাবাহিনীকে খবর দেয়।

সেনাবাহিনীর সদস্যরা রাত ২ টার সময় আমার বাসায় অভিযান পরিচালনা করে উক্ত পাইপগান ও কার্তুজ উদ্ধার করে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তি দাবি করছি। আমার স্বামীর জনপ্রিয়তাশ ভীত হয়ে তাঁকে হেয়প্রতিপন্ন করতে চায়। কোন ষড়যন্ত্রই আমার স্বামীকে প্রতিহত করতে পারবে না। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ্যাডভোকেট আবুল খায়ের ও এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম।