পাবনা আইনজীবী সমিতির সর্বস্তরে সদস্যদের উপস্থিতিতে “বর্ষ সমীকরণ উৎসব “ অনুষ্ঠিত হয়েছে।

পাবনা বারের সেক্রেটারি এ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়ার উদ্যোগে বুধবার ( ৩ ডিসেম্বর) পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে উপস্থিত সকল আইনজীবীকে আয়োজক অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানান।

বারের আইনজীবী ছাড়াও বর্ষ সমীকরণ উৎসবে “ উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত পাবনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, পাবনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ এস এম আব্দুল্লাহ, পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ আব্দুল লতিফ, পাবনা সদর আমীর মাওলানা আব্দুর রব প্রমুখ।

বর্ষ সমীকরণে উপস্থিত অতিথি ও আইনজীবিবৃন্দ পাবনা বারের

উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং পাবনা বারের সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়াকে সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।