বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি।
এক শোকবার্তায় তিনি বলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিন, বীর উত্তম ছিলেন একজন নিবেদিত প্রাণ আদর্শ ব্যক্তিত্বের অধিকারী। দেশের মুক্তিযুদ্ধে তিনি অপরিসীম ভূমিকা রেখেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জাহিদুল করিম কচি। একইসঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
চট্টগ্রামে পুকুরে ডুবে চবি ছাত্রীসহ দুই খালাতো বোনের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুই খালাতো বোনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ছদাহা ইউনিয়নের নওরগাঁপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আফিফা আবেদীন (২২) ও হুজাইরা নূর (৮)। আফিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং তার বাড়ি উপজেলার কাঞ্চনা ইউনিয়নে। অপরদিকে হুজাইরা নূর ছদাহা ইউনিয়নের বাসিন্দা ও উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আফিফা বেড়াতে যান খালার বাড়িতে। সেখানে দুই বোন পুকুরঘাটে গেলে অসতর্কতাবশত হুজাইরা পানিতে পড়ে যায়। ছোট বোনকে রক্ষা করতে আফিফা ঝাঁপ দিলেও সাঁতার না জানায় তিনিও ডুবে যান।
পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ নিশ্চিত হয়েছে যে দুজনই পুকুরে ডুবে মারা গেছেন।