সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গত রোববার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম। শীতবস্ত্র বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়। সরকার এসব মানুষের কষ্ট লাঘবে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে।
জামায়াতে ইসলামীতে যোগদান
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলায় একজন বিএনপি নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। তালা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম ৩১ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় তালা উপজেলার মাগুরা জামায়াত অফিসে এসে জামায়াতের প্রাথমিক সদস্য পদ পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগ দান করেন। তিনি মাগুরা গ্রামের গহর আলী শেখ এর পুত্র ও মাগুরা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রেজাউল মেম্বরের ভাই। এসময় মাগুরাস্ত জামায়াত অফিসে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক।
শ্রমিক শক্তি অত্যাবশ্যকীয়
চট্টগ্রাম : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, বাংলাদেশকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার শ্রমিকদের সক্রিয় ও সংগঠিত অংশগ্রহণ অপরিহার্য। সংগঠিত শ্রমিক শক্তি ছাড়া টেকসই রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
বুধবার পতেঙ্গা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক পরিকল্পনা ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস বিজ্ঞপ্তি
কমিটি গঠন
নড়াইল : রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) নড়াইল জেলা শাখার পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ ডিসেম্বর (সোমবার) আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এ কমিটিতে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, দৈনিক দিনকালের নড়াইল জেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদ আলম খান সজলকে সভাপতি এবং দৈনিক ভোরের পাতা’র নড়াইল জেলা প্রতিনিধি স্বপন কুমার দাসকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন।