সাতক্ষীরা সংবাদদাতা : ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সাতক্ষীরা আল কুরআন একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি সুজায়েত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা অঞ্চল সহকারী পরিচালক খাঁন গোলাম রসুল ও অঞ্চল টিম সদস্য আজিজুর রহমান,খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু হোরায়রা ও মোঃ ফিরোজ আউয়াল, সদর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, শহর সভাপতি মাস্টার মেহেরুল্লাহ প্রমুখ। সমগ্র সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার।