লক্ষ্মীপুর সংবাদদাতা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করীম।

গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আয়োজনে ম্যারাথন বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘জুলাইযোদ্ধার অন্যতম সেনানায়ক ও রাজপথের লড়াকু সৈনিক হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, তা প্রমাণ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকার ব্যর্থ হয়েছে।’

তিনি প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তাতে গোটা জাতিকে অপমান করা হয়েছে। নির্বাচন এলেই দুই-একটি হত্যাকা- ঘটে-এ ধরনের মন্তব্য করে তিনি হাদির প্রতি তুচ্ছতাচ্ছিল্য দেখিয়েছেন। তাঁকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। না হয় ভবিষ্যতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে রেজাউল করীম বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা ব্যর্থ হচ্ছেন। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনা ঘটছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, ফ্যাসিবাদী শক্তি এখনো নির্বাচন ভ-ুল করার অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি অবিলম্বে হাদীর উপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার একাংশ) আসনের জামায়াত প্রার্থী জেলা আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের প্রার্থী জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ এবং লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানসহ বিভিন্ন শাখা উপশাখা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।