সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে যুব সমাজে ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলা জামায়াতের কার্যালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব বিভাগের সভাপতি আব্দুল মন্নাফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সিংড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান প্রমুখ।