হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর উদ্যোগে পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের জন্য এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শির্ক্ষাথীদের গত বুধবার বিকেলে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে রংপুর রিজিয়নে কর্মরত সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ সদস্য তাদের ১৫ জন কৃতী সন্তান যারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং গ্রেড ফোরের অধিক পেয়েছে এবং তাদের অভিভাবকগণ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন । এবছর ১০ জন কৃতি শিক্ষার্থী এ প্লাস এবং বাকি পাঁচজন এ গ্রেড পেয়েছে। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের মেধাবী সন্তান এবং অভিভাবকগন তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং এই ধরনের একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন এর জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীগণ তাদের ভবিষ্যৎ জীবন আলোকময় করার জন্য সকলের কাছে দেয়া কামনা করেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ সময় কৃতি শিক্ষার্থীদের এবং সেই সাথে তাদের গর্বিত পিতা-মাতাকে যাদের প্রচেষ্টায় সন্তানরা সাফল্য লাভ করেছে তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
গ্রাম-গঞ্জ-শহর
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের কৃতী সন্তানদের সংবর্ধনা
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর উদ্যোগে পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের জন্য এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শির্ক্ষাথীদের গত বুধবার বিকেলে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে
Printed Edition
