বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় হাজী শরীয়তুল্লাহ একাডেমী স্কুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

মেডিকেল ক্যাম্পটি শনিবার সকাল আটটায় শুরু হয়ে বেলা একটা পর্যন্ত ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করে। মেডিসিন, শিশু ও গাইনি, তিনটি ক্যাটাগরিতে এ সময় প্রায় দুই শতাধিক রোগীকে তারা সেবা প্রদান করেন। চিকিৎসা পত্র দেয়ার সাথে সাথে সেখানে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হক, শহর নায়েবে আমীর আজমল হক সহ শহরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।