পাবনা সংবাদদাতা : সরকারি এডওয়ার্ড কলেজ আয়োজিত জুলাইয়ের শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২৫ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী লড়াই অনুষ্ঠিত হয় গতকাল রবিবার ( ১৬ নভেম্বর) সকাল ৮টা, কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ ইয়ামিনের পিতা মো. মহিউদ্দিন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমার সন্তানের নাম স্মরণ করে যে মহৎ আয়োজন করা হয়েছে, তা সত্যিই গর্বের।তিনি কলেজ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনার কো-অর্ডিনেটর প্রফেসর নুরুল আলম, এসময় কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ ও শিক্ষকমন্ডলী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা তরিকুল ইসলাম সামাজিক সাংস্কৃতিক ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম বলেন-ক্রীড়া চর্চা মানসিক ও শারীরিক বিকাশে অপরিহার্য। শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে এধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে এমন আয়োজন হওয়া উচিত।