বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : বড়লেখায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের প্রণোদনা (২০২৫-২৬ অর্থবছর) কর্মসূচির আওতায় বিনামূল্যে রবি শস্য গম, সরিষা, সূর্যমূখি, চিনাবাদাম এবং উপশী ও হাইব্রীড জাতের বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সম্প্রতি প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

তবে, এবার অন্যান্য বছরের অর্ধেকের চেয়েও কম বীজ-সার বরাদ্দে উপজেলার দুই তৃতীয়াংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনার বীজ ও সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এতে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণের সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, কৃষক নেতা সেলিম মিয়া, ইউপি সদস্য আব্দুস শুকুর প্রমুখ।