মোংলা সংবাদদাতা : বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ টাকার কাছাকাছি বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি চক্র রাতের বেলায় অবৈধ মৎস্য শিকারি জাল ও নিষিদ্ধ পলিথিন পরিবহন করছে। এ সংবাদের পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড বেইস মোংলা ফেরিঘাট এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে টহল জোরদার করা হয়। অভিযানের সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার পাওয়া যায়।

তল্লাশিতে ট্রাকটি থেকে প্রায় ২ লাখ ৫২ হাজার মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ৫০ হাজার টাকা। পাশাপাশি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য দাঁড়ায় প্রায় ৯৪ লাখ ১০ হাজার টাকা।