ফেনী শহরে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির দায়ে ওসমান গনি (৩৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার ৩ মে শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে অভিযান চালিয়ে এ আদেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলার দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গনি প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রয় করছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় অভিযুক্ত ওসমান গনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সজীব তালুকদার বলেন, অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।