নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় অফিসঘরের মালিক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে শালমদী বাজারে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে রাসেল জানান , পাচঁ আগস্টের আমাদের দোকান ভাড়া নিয়ে ইউনিয়ন বিএনপির কার্যালয় গড়ে তোলা হয়। ভাড়া চাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তোতা মেম্বারের নেতৃত্বে ১০-১২ জন মিলে পিটিয়ে আমার বাবাকে হত্যা করে। তিনি বলেন, আমার বাবা জাহাঙ্গীর ভুইয়া নিজেও একজন বিএনপির কর্মী ছিলো।

নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল জানান, পাঁচ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ দুটি দোকান ভাড়া নেন তোতা মেম্বার। দোকান দুটি এক করে বিএনপির পার্টি অফিস বানানো হয়। কিন্তু গত দশ মাস ধরে দোকানের কোন ভাড়া দিচ্ছেনা। বেশ কয়েকবার ভাড়া চাওয়া হলেও দেই দিচ্ছি বলে সময়ক্ষেপন করছে। বুধবার সকালে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার সাথে জাহাঙ্গীরের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তোতা মেম্বারের ভাতিজা জাহাঙ্গীর ও তার ছেলে খোকন, রাসেল এবং বেণুহাজীর ছেলে আলম (৪৫), সাদ্দাম (৩৫) সহ ৬/৭জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করে। জাহাঙ্গীর ও তোতা মেম্বা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আড়াইহাজার থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সেখানে কয়েকটি দোকান মিলে বিএনপির একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে সে দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।