গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ফুটপাতে ঘুমানো নিয়ে সৃষ্টি হওয়া তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাতে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

শনিবার (৯ আগস্ট) ভোররাতে মাওনা উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা হলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, ফুটপাতে ঘুমানোকে কেন্দ্র করে জুয়েল মিয়া ও রাকিবের মধ্যে কথা-কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রাকিবের ভগ্নিপতি রবিন ঘটনাস্থলে এসে জুয়েলকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় ছুরি ব্যবহারে রবিনের হাতেও আঘাত লাগে বলে জানান ওসি। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাকিব ও রবিনকে আটক করে। তাদের বিরুদ্ধে পূর্বেও চুরির অভিযোগে মামলা রয়েছে বলেও জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, “নিহত জুয়েলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।”

নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে বলেও জানিয়েছে থানা পুলিশ।