চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসলমান ও নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুমা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মসজিদে মসজিদে মিলাদ শেষে দোয়া করা হয়।
জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ তাহেরের হার্টে রিং বসানো হয়েছে। দুইজনই দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। তাদের রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত করেন সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি অসুস্থ্য হলে মনে হয়, পুরো দেশ অসুস্থ্য হয়েছে। দেশনেত্রীর রোগমুক্তি কামনায় বিভিন্নস্থানে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা দোয়া করেছেন। আল্লাহর কাছে দেশনেত্রীর রোগমুক্তি কামনা করছি।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন বলেন, ডাঃ তাহের চৌদ্দগ্রামবাসীর ভালোবাসার মানুষ। ওনি অসুস্থ্য শুনে রোগমুক্তি কামনায় আপামর জনতা শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া করেছেন।