গজারিয়া মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় মো. জান্নাত প্রধান (২৭)কে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাসস্ট্যান্ডে এলাকায় নয়ানগর গ্রামবাসীর উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন এর আয়োজন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্যরা ও শতাধিক এলাকাবাসী অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন,জান্নাত কে হত্যার ১৮ দিন পেরিয়ে গেলেও কোনো আসামী গ্রেপ্তার হয়নি।পরিকল্পিত এ হত্যাকান্ডের আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহবান জানান তারা। উল্লেখ্য গত (২০ ডিসেম্বর) শনিবার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ধারালো দা এর কোপে গুরুতর আহত হয় জান্নাত প্রধান। আহতাবস্থায় স্থানীয়রা হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গ্রাম-গঞ্জ-শহর
মানববন্ধন
মুন্সীগঞ্জের গজারিয়ায় মো. জান্নাত প্রধান (২৭)কে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।