ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ী মহিলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান এর সাথে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার স্থানীয় সাংবাদিকদের সাথে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান এর সাথে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি বলেন, ভয় ও ভীতির ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে এবং দল মত নির্বিশেষে আপনাদেরকে সততার সাথে এই পেশা ধরে রাখতে হবে। চোখ রাঙ্গিয়ে কেউ কথা বললে তার জবাবও দিতে হবে। আগামী দিনে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ব্যক্তি নয়, দল দেখে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। ষড়যন্ত্র চলছে এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাষী, জায়গাদখল, এ সমস্ত কাজে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সে যেই দলেরে হোক না কেন। বিএনপি আগামীতে নির্বাচনে যাবে এবং বিজয়ী হওয়ার পর দেশে একটি গণতন্ত্র ফিরে আসবে। আমি আপনাদের পাশে থেকে পার্বতীপুর ও ফুলবাড়ী নির্বাচনী এলাকায় উন্নয়ন করতে চাই। কারো সাথে আমার কোন বিরোধ নেই। আমি জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী।