বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদারের চাচা, জামায়াতে ইসলামীর ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন শাখার সভাপতি এবং প্রবীণ রুকন, পাইন্দং বেড়াজালী নিবাসী জি এম ইলিয়াস শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার বেলা ২ টায় চট্টগ্রাম প্যারেড মাঠে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার ইমামতি করেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিনুজ্জামান।
নামাজে জানাজাপূর্ব বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সেক্রেটারির ও চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক,।
জানাজায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিকী চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার প্রমুখ।
মরহুম জি এম ইলিয়াসের দ্বিতীয় নামাজের জানাজায় বিকাল ৫:৩০ মিনিটে গ্রামের বাড়ি বেড়াজালি মজিদিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযাপূর্ব বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, উত্তর জেলা মিডিয়া সম্পাদক রফিক উদ্দিনসহ উপজেলা, পৌরসভার ও ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় নামাজের জানাজায় ইমামতি করেন মুফতি মাওলানা মাহমুদুল হাসান।
গ্রামে বাড়ি বেড়াজালিতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুম জিএম ইলিয়াসকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান।
মরহুম জি এম ইলিয়াসের ইন্তেকালে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন- জিএম ইলিয়াস ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত ছিলো। মৃত্যুর আগমুহূর্তেও সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলেন। আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
নেতৃবৃন্দ মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।