হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মির্জাপুর ওয়ার্ডের চারিয়া মুরাদপুর এলাকায় দীর্ঘদিন ধরে পাঁচটি পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট পৌর সদরের একটি হলরুমে সেকান্দর মিয়া বাড়ির ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেকান্দর মিয়া বাড়ির শাহাবউদ্দীন। তিনি বলেন, “২০১২ সালের ২৮ নভেম্বর থেকে প্রতিপক্ষ নুরুল ইসলাম গং আমাদের পরিবারের চলাচলের একমাত্র পথটি বন্ধ করে দেয়। এরপর একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ফলে আমরা আদালতের দ্বারস্থ হই। দীর্ঘ ১৩ বছর অতিবাহিত হলেও এখনো চলাচলের রাস্তা খুলে দেয়া হয়নি। এতে আমাদের পাঁচটি পরিবারের নারী-শিশুসহ সদস্যরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।”
তিনি প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানান। এ সময় আরো বক্তব্য রাখেন আব্দুর রহিম, সালাউদ্দিন, সামশুল আলম, ইয়াসমিন আক্তার, শিরু আক্তার, হাসান বানু ও সেকান্দর মিয়া।
ভুক্তভোগীরা বলেন, “আমরা চাই না কোনো প্রকার সংঘাত বা বিশৃঙ্খলা। শুধু স্বাভাবিকভাবে বসবাস ও যাতায়াতের সুবিধা চাই। তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”