গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা জেলা শিক্ষা অফিস আয়োজিত ৫৪ তম শীতকালীন জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় গাইবান্ধা জেলার সাতটি উপজেলা হতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর মোঃ কামরুল হাসান, গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এহসানুল কবির, দারিয়াপুর কিয়ামতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম, স্বাধীনতার রজত জয়ন্তী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুলতান ফারুক লিপটন, তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, বোয়ালি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল মালেক, গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম সোহেল, পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক মোছাঃ তাহমিদা খাতুন। বক্তব্য শেষে প্রধান অতিথি বিজয়ী খেলোয়াড়দেরকে পুরস্কার প্রদান করেন।