চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হকের গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও আশপাশের এলাকায় এ গণসংযোগ পরিচালনা করা হয়।

গণসংযোগকালে ডা. একেএম ফজলুল হক বলেন, আমি নির্বাচিত হলে জনগণকে মিথ্যা আশ্বাস দেব না। বাস্তবতার ভিত্তিতে ইনসাফ ও ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যে বঞ্চনার শিকার, তা দূর করতে সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবো।

তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে এলাকার সেবা ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর উদ্যোগ নেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং অনেকেই ডা. একেএম ফজলুল হকের বক্তব্যের প্রতি সমর্থন জানান।