সিলেটে দুইদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষামেলার সুযোগ নিয়ে বর্তমান সময়ে আমাদের দেশের অসংখ্য শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন। তারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে মিশে নানা অভিজ্ঞতা ও সাংস্কৃতিক আদান প্রদান হয়। দেশে ফিরে এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন শিক্ষার্থীরা।

গতকাল শনিবার দুপুরে নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) সিলেট জোন আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যাকড-ক্যাব সিলেট জোন’র প্রেসিডেন্ট ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদিন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মাওলানা খায়রুল হোসাইন প্রমুখ।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী এবং দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলা চলাকালীন সময়ে শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্পট এডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধাসহ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার ৩০০টিরও অধিক বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা মেলায় উপস্থিত থাকবেন। তারা শিক্ষার্থীদের কোর্স সিলেকশন, ভর্তি প্রক্রিয়া, ভিসা প্রসেসিং, স্কলারশিপ সম্পর্কে তথ্য প্রদান করবেন।

মেলায় দেশের প্রথম সারির ৪০টির বেশি টপ এডুকেশন কনসালটেন্সি ফার্মের এক্সপার্ট উচ্চশিক্ষার স্বপ্নপূরণে পরামর্শ প্রদান করবেন। অংশগ্রহণকারীদের জন্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অন-দ্য-স্পট এডমিশন এবং ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেসিং এর সুযোগ। এক্সপো চলাকালীন সময়ে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের পছন্দসই প্রোগ্রাম, টিউশন ফি এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে পারবেন। বিশেষ কনসালটেশন বুথগুলোতে পার্সোনালাইজড গাইডেন্স পাওয়া যাবে, যা শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষার লক্ষ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে বিশেষ সহায়তা করবে।