নরসিংদী সংবাদদাতা : নরসিংদী জেলায় শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সমন্বয়ে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক।

নরসিংদী সদর এর সম্মেলন কক্ষে আয়েজিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আকরাম হোসেন,শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মে: আলতাফ হোসেন, পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফজলুল হক, মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ , বেলাবো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজান্তা ইসলাম, মাদবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বজল কান্তি সরকার,আসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন,আলোকবালি আর কে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জয়নাল আবেদীন, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল হক প্রমুখ।