সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজমুক্ত গড়ার প্রত্যয়ে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগরী আমীর খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে তিনি এ গণসংযোগ করেন। তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য। বাজারের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কোনো ধরনের অন্যায় হলে ব্যবসায়ীরা দ্রুত জানালে দলীয় নেতাকর্মীরা তাদের সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এ ছাড়াও তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালন কালে কোনো দুর্নীতিতে জড়িত ছিল না। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। মঙ্গলবার (১৯ আগস্ট) খুলনা মহানগরীর খালিশপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি রোড, পিপলস গোল চত্বর থেকে কাশিপুর পর্যন্ত গনসংযোগ শেষে আল আমিন সুপার মার্কেটে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী সমাজসেবা সেক্রেটারি ইকবাল হুসাইন, দৌলতপুর থানা আমীর মাওলানা মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর নিয়াজ আনসারী, খালিশপুর থানা সেক্রেটারি মু. আব্দুল আউয়াল, সাবেক ছাত্রনেতা মুনসুরুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সহ-সভাপতি মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে জামায়াত নেতা মাওলানা ইমরান হুসাইন তুহিন, গাজী দেলোয়ার হোসেন, মাওলানা আরিফ বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, বিপ্লব হোসেন বাবু, খান আমানুল্লাহ রাজা, কাওসার আমীন, জি এম আব্দুল্লাহ, সাইদুর রহমান, ছাত্রশিবির নেতা মিসবাহ, আল আমীন, মুহতারাম, শ্রমিকনেতা মুহিব্বুর রসুল, বুলবুল কবির, শহিদুল ইসলাম, বদরুর রশিদ মিন্টু, ইমদাদুল, হেলাল, মোখলেসুর রহমান, সাইদুর রহমান, নাসিরুদ্দীন, আসাদুজ্জামান, আব্দুল বারী, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ।