কসবা মহিলা দাখিল মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সুপার মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে এবং সহ-সুপার মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহি অফিসার সামিউল ইসলাম, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার- মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার,বিশেষ অতিথি ছিলেন আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতী আমিনুল ইসলাম,অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা গোলাম ছাদেক চৌধুরী,কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, আড়াইবাড়ী সাঈদীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক শেখ কামাল উদ্দিন, চৌবেপুর মাদরাসার সুপারের মাওলানা আব্দুল আওয়াল, হেদায়েতুল উম্মাহ মাদরাসার সহ-সুপার মাওলানা জুবায়ের আহমদ,জাতীয়তাবাদী ছাত্রদলের কসবা উপজেলার অন্যতম নেতা সাদ্দাম হোসেন, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তাসলিম সরকার, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবেদ আলী,উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মু.শাহ আলম,জামায়াতের কসবা পৌর সভার সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হক প্রমুখ।

দাখিল পরীক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন উম্মে হাবিবা পূর্ণ। প্রেসবিজ্ঞপ্তি।