শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুর শ্রীপুরে নিখোঁজ হওয়ার চার দিন পর আনাস (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের একটি বিল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এই দুঃখজনক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আনাস রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের আল আমিন খানের সন্তান। পরিবার ও প্রতিবেশীরা জানান, গত শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে আনাস বাড়ির সামনের উঠোনে খেলনার সাইকেল নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পরই সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খুঁজতে গিয়ে তাকে খুঁজে পায়নি। এরপর শিশুটির দাদা হাছেন আলী খান শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার সকালে স্থানীয়রা বিলের মধ্যে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করার পর লাশ ফেলে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে। আমরা দোষীদের শনাক্ত করতে তৎপরভাবে কাজ করছি।”