নরসিংদীতে তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে আগুন লাগায় শহর ও আশেপাশে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে শিল্পপ্রতিষ্ঠানসহ জেলার প্রায় সাড়ে ৪ হাজার গ্রাহক চরম দুর্ভোগের মধ্যে পড়েন। সম্প্রতি শহরের খাটেহারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে তিতাস কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু করার চার ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টায় মেরামত কাজ সম্পূর্ণ করেন। পরে ধীরে ধীরে গ্যাস লাইন স্বাভাবিক হয়।

তিতাস কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে শহরের খাটেহারা এলাকায় পাইপ লাইনে আগুন জ্বলতে থাকে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করলে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুপুরের পর তিতাস কর্তৃপক্ষ লাইন মেরামত করতে আসে। এতে জেলা শহরের শালিধা, চৌয়ালা, খাটেহারা, কান্দাপাড়া, সাটিরপাড়া, কাউরিয়াপাড়া, ভেলানগর, ব্রাহ্মন্দী, বিলাসদী, শালিধা এলাকা সহ শহরের বিভিন্ন আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া প্রায় ৩০/৩৫টি শিল্প প্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ বন্ধ থাকে। তবে এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন যাবৎ এ লাইনে গ্যাস লীগেজ হয়ে আসছে। এর প্রেক্ষিতে এলাকাবাসী কয়েকবার লিখিতভাবে নরসিংদী তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। আর সঠিক সময় ব্যবস্থা গ্রহণ না করার কারণেই আজ এত বড় দুর্ঘটনা ঘটে যেতে ছিল। হয়তোবা আর একটু হলেই পুরো এলাকা পুড়ে ছাই হয়ে যেতো।

খাটেহারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন মিয়া বলেন, তিতাস কর্তৃপক্ষকে গ্যাস লাইন লীকেজের ব্যাপারে জানালে তারা কোনো কর্ণপাত করেনি। তারা নিজেদের কী মনে করে সেটাই বুঝতে পারছি না। তাদের ইচ্ছেমত কাজ করে। এ এলাকায় কম করে হলেও এক হাজার অবৈধ আবাসিক সংযোগ রয়েছে। আর এসব সংযোগ নরসিংদী তিতাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে হয়েছে। এসব অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কারণে সরকার যেমন কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি এসব অবৈধ সংযোগের জন্য যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

তিতাস গ্যাসের নরসিংদী এরিয়া ম্যানেজার ইঞ্জিনিয়ার মাকসুদূর রহমান বলেন, সকালে শহরের খাটেহারায় ৬ইঞ্চি লাইনে লীকেজের কারণে আগুন লাগার খবর জানার পর সেখানে লোক পাঠানো হয়েছে। এই লাইনে প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার আবাসিক ও ৩০-৩৫ টি ইন্ডাস্ট্রি রয়েছে।

তিতাসের অপারেশন ম্যানেজার আল-আমিন সরকার বলেন, মাটির নীচের গ্যাস পাইপ লীকেজ হয়ে গিয়েছিলো। আমরা মেরামত শেষ করে সাড়ে ছয়টায় লাইন চালু করেছি। কি কারণে এঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।