কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ -১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূইয়া কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাঠের বাজার হতে জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত ৫০০ ফুট নতুন রাস্তা নির্মাণের উদ্বোধন করেন। রাস্তা উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আল আমিন, দানাপাটুলী ইউনিয়ন জামায়াতের সভাপতি ক্বারী আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এবং আল আমিন ফাউন্ডেশনের অর্থায়নে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয়। মাঠের বাজার হতে জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত কার্যত কোন রাস্তা ছিল না শুধুমাত্র পায়ে হেটে যাওয়ার মত ব্যবস্থা ছিল। ফলে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসীর যাতায়াতে খুব সমস্যা হচ্ছিল। আজ থেকে নতুন রাস্তা নির্মাণ হওয়ায় পথচারীদের কষ্ট অনেকাংশে লাঘব হবে।