সারা বিশ্ব এখন আমাদের তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে আছে। দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রফেশনাল ইনস্টিটিউটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত ডিএসই মিলনায়তনে আয়োজিত অর্থনৈতিক উন্নয়নে প্রফেশনাল কোর্সের গুরুত্ব শীর্ষক সেমিনার ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ক্রাউন ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (সিআইবিটি)।
ভিসি ড. আমানুল্লাহ বলেন, দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এর মধ্যে দেড় লক্ষাধিক শিক্ষার্থী প্রফেশনাল ইনস্টিটিউটগুলোতে পড়াশোনা করছে। তাদের দক্ষ ফ্রিল্যান্সার ও আধুনিক প্রযুক্তিতে পারদর্শী পেশাজীবী হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কাজ করছে। ইতোমধ্যে ইউনিসেফ, এটুআইসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কার শুরু করেছি। যুগোপযোগী সিলেবাস প্রণয়ন, দ্রুত ফল প্রকাশ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ এখন বাস্তবতা, এক মাসের মধ্যে তা ঘোষণা করার পরিকল্পনাও চলছে। পাশাপাশি দেশের সবচেয়ে বড় ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইবিটির সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আজাদ ছাল্লাল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম। স্বাগত বক্তব্য দেন সিআইবিটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ মামুনুর রশিদ।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জাকের হোসেন বক্তব্য রাখেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে নিহত সিআইবিটির ছাত্র শহীদ আকরাম খান রাব্বীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।