রংপুর বিভাগীয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ইসমাইল হোসেন সভাপতি ও হাফিজুল ইসলাম সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃনং- রাজ-৮১৮) ত্রি-বার্ষিক নির্বাচন গত শনিবার ১৮ জুলাই শুক্রবার নগরীর রংপুর উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ১৯ জুলাই শনিবার রাত সাড়ে ১১ টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সামছুল হক বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রংপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজ উদ্দিন সরকার।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির অন্যান্যরা হচ্ছেন, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম ও সহ সভাপতি তাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক আরিফ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক আব্দুর রায়হান, প্রচার সম্পাদক ইলিয়াস আলি, ক্রীড়া সম্পাদক হেলাল মিয়া, ধর্ম সম্পাদক রিপন মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক কদম আলী, কার্যকরী সদস্য ফজলুল হক, সাইদুর রহমান, মোমিন, সুমন ও সাইফুল ইসলাম।
রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ১৮ টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন মোট ৩১ জন, এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮জন (সিনিয়র সহ সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক, ধর্ম সম্পাদক ও কার্যকরী সদস্য-৫জন)। বাকি পদগুলো ৫ হাজার ২৭১ জনের ভোটে নির্বাচিত হয়েছেন।