গত শনিবার বিকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লালমনিরহাট জেলার উদ্দ্যোগে এক শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাআশিফের লালমনিরহাট জেলার সভাপতি মাওলানা মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে উত্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিল আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, আমদের সমাজে শিক্ষকদের আলাদা মর্যদা আছে। মানুষ তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। এজন্য শিক্ষকদের শুধু শিক্ষকতা পেশার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। বলা হয় “শিক্ষা জাতির মেরুদন্ড” আর এই শিক্ষা যারা দেন তাদের নৈতিক মান যদি উন্নত না হয়, তাহলে আদর্শ জাতি গঠন করা সম্ভব হবে না। শিক্ষকদেরকে আদর্শ শিক্ষক হিসাবে শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের মানুষের কাছে পেশ করতে হবে। তবেই শিক্ষকরা শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা সক্ষম হবেন। এর বাহিরে অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সমাজের মানুষের সুন্দর সম্পর্ক গড়ে তোলা সর্বপরি সমাজে নেতৃত্ব দেওয়ার যোগ্য হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশেও শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে। সরকারি বৃত্তি পরীক্ষা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। যা মোটেই কাম্য নয়। বৃত্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয়। যার ফলে ভবিষতে একজন শিক্ষার্থী মেধাবী হিসেবে গড়ে ওঠে। এই বৃত্তি পরীক্ষায় যদি সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ সীমাবদ্ধ করা হয় তাহলে আগামী দিনে শিক্ষার্থীরা পরাশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমরা সরকার ও প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরকে আহ্বান জানাচ্ছি আসন্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন স্কুল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিন।
বিশেষ অতিথি ছিল আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আজিজুর রহমান সরকার, বাআশিফের লালমনিরহাট জেলার প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট মো: আবু তাহের। উক্ত সম্মেলন উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মো: ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রভাষক মো: হারুন অর রশীদ ও ৭/৯ শিক্ষক পরিষদের সভাপতি, সেক্রেটারিসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।