গণতন্ত্র ও মুক্তচিন্তার পথপ্রদর্শক শহীদদের স্মরণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হলো “জুলাই শহীদ দিবস”। বুধবার( ১৬ জুলাই ) রাষ্ট্রীয় শোক ও প্রার্থনার মধ্য দিয়ে এ দিবসটি পালন করে ব্রি পরিবার।
দিবসের কর্মসূচির শুরুতে সকালে ব্রি সদর দপ্তরের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ আয়োজনের মধ্য দিয়ে জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল এই দিনটিকে স্মরণ করে ব্রি।
দিবসটির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বাদ যোহর ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ একত্রে প্রার্থনায় অংশ নেন।
এই আয়োজনগুলোতে ব্রির মহাপরিচালকের নেতৃত্বে প্রতিষ্ঠানটির সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
তাদের উপস্থিতি প্রমাণ করে, “জুলাই শহীদ দিবস” শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি গণতন্ত্র, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের প্রতি ব্রি পরিবারের একাত্মতার প্রতীক।