বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা : দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়িত হলো বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের গোরল গ্রামের জাহাঙ্গীর খানের বাড়ি থেকে জমিদার মেম্বারের বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্প। সোমবার বিকালে এই রাস্তা পরিদর্শন করতে আসেন বারহাট্টা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান (প্রশাসক আসমা ইউনিয়ন), বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পি আই ও) মো. উবায়েদ উল্লাহ খান ও সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম. গোলাম হোসাইন । এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, এই রাস্তার মাধ্যমে এলাকারবাসীর দীর্ঘ দিনের দুর্ভোগ ও কষ্টের পরিসমাপ্তি ঘটে।

নতুন নির্মিত প্রায় ১/২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে চলে আসা দুর্ভোগ ও বর্ষার মৌসুমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ত, ফলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক ও রোগী পরিবহনে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো।

বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পি আই ও) মো. উবায়েদ উল্লাহ খান বলেন, “এই রাস্তা শুধু যাতায়াত সহজ করবে না, পাশাপাশি এলাকার অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল করবে। স্থানীয় কৃষকরা এখন সহজেই তাদের পণ্য বাজারে পৌঁছে দিতে পারবেন।”

সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম. গোলাম হোসাইন বলেন,

এলাকাবাসীর অনেকের দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় এক বাসিন্দা সোনা মিয়া জানান,

“আমাদের বহু বছরের কষ্ট আজ দূর হলো। আগে স্কুলে যেতে বাচ্চাদের কাদা মাড়িয়ে যেতে হতো, এখন আর সেই কষ্ট থাকবে না।”