সোনাতলা (বগুড়া)সংবাদদাতা: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইউ ইউনিয়নে সোমবার দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত নমীনী অধ্যক্ষ শাহাবুদ্দিন। গণসংযোগকালে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে। এদেশে সত্যিকারার্থে সোনার বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। তিনি আরও, বিগত সময়ের যারা এদেশে ক্ষমতায় ছিলেন তারা জনগণের কাছে প্রতারণা করেছেন। আমরা ক্ষমতায় গিয়ে জনগণকে সাথে এদেশেটাকে সুন্দর ভাবে সাজাতে চাই। এদেশে লক্ষ লক্ষ বেকারকে চাকরি দিয়ে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক ম-ল, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মুনজুর মোরশেদ, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, দিগদাইড় ইউনিয়ন আমীর মাওলানা মহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, জোড়গাছা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আবু তাহের, দিগদাইড় ইউনিয়ন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা শাহাদাতুজ্জামান, সহ-সভাপতি সৈয়দ মাওলানা রবিউল ইসলাম, যুবনেতা মিজা কামরুল ইসলাম।