কক্সবাজারের উখিয়ায় জায়গা জমির বিরোধ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একটি মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার রাজা পালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনাটি সংগঠিত হয়েছে।
নিহতরা হলেন- নাজির হোসেনের পুত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুন (৩৮), মো. হোসেনের পুত্র আব্দুল মান্নান (৩৫) ও বোন শাহীনা আক্তার (২৮)। আহতদের মধ্যে মো. হামিদ এর নাম পাওয়া গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে হাফেজ আব্দুল্লাহ আল মামুনের লাশ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান। অপর ২ জনের লাশ কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নাজির হোসেন ও মো. হোসেনের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা পরস্পর চাচাতো ভাই। বিরোধের জের ধরে রোববার সকালে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন উখিয়া হাসপাতালে ও দুইজন কুতুপালং এম এস এ হাসপাতালে মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।