উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও অযৌক্তিক অপচেষ্টার বিরুদ্ধে এবং ৭ দফা দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। বুধবার দুপুরে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড়ে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে তারা এ কর্মসূচি পালন করে। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধ করে রাখে।
সমাবেশে বক্তারা বলেন, কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন এবং ষড়যন্ত্রের মাধ্যমে পদমর্যাদা খর্ব করার অপচেষ্টা দীর্ঘদিন ধরে চললেও তা আর বরদাস্ত করা হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীর জনবল কাঠামোয় ১:৫ অনুপাত বজায় রাখা, উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদোন্নতির সুযোগ বাস্তবায়নসহ ৭ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জারি করা প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা প্রকৌশলীদের নিচু স্তরের পদে ঠেলে দেওয়া হয়েছে, যা অগ্রহণযোগ্য। একই সঙ্গে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের দ্বারা ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার বন্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, শিক্ষকদের সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:১২ নিশ্চিত করতে হবে এবং কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুত কার্যকর করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি ইসহাক পিকু, আফসার উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম শুভ প্রমুখ।
এ কর্মসূচির কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে মহাসড়কের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। একই দাবিতে গতকালও জয়দেবপুরে তারা রেলপথ অবরোধ করে বিক্ষোভ জানিয়েছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ), রবিউল হাসান জানান, প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর বেলা তিনটার দিকে অবরোধকারীরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তাদের অবরোধ তুলে নেয়। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি দ্রুত বাস্তবায়িত না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।