পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালন শেষে ইন্তিকাল করেছেন ঝিলবুনিয়া দরবার শরীফের পীরসাহেব, হাবিবুল্লাহ আবাদ ইসলামিয়া সিদ্দিকিয়া নেছারিয়া ছালেহিয়া আলিয়া কামিল (এম.এ) মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা শাহসূফী মুহাম্মাদ আব্দুর রহমান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে পবিত্র মক্কায় তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৯৭ বছর। দীর্ঘ ধর্মীয় জীবন ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তিনি অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য অনুসারী, ভক্ত এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে ধর্মপ্রাণ মুসলিম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান খাঁনের নামাজে জানাজা আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় তার নিজ বাড়িতে প্রতিষ্ঠিত ঝিলবুনিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এর আগে, মহান এই ধর্মীয় ব্যক্তিত্বের প্রথম নামাজে জানাজা পবিত্র বায়তুল্লাহ শরীফে অনুষ্ঠিত হয়। বুধবার (৩১ ডিসেম্বর) যোহরের নামাজের পর সেখানে তার জানাজা আদায় করা হয়।