মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুরে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম ফয়েজ আহম্মেদ চৌধুরী এবং মরহুমা বেগম মাসুদা ফয়েজ চৌধুরীর স্মরণে একদিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিক রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিস, মেডিসিন, হৃদরোগের সেবা গ্রহণ করেন। শিবিরের উদ্বোধন করেন সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী ভুলু।

এ সময় উপস্থিত ছিলেন ফয়েজ আহম্মেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আহম্মেদ চৌধুরী তুহিন, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, সমাজসেবক রাসেল ফয়েজ আহম্মেদ চৌধুরী শাহিন, হাসপাতালের ব্যবস্থাপক মাইন উদ্দিন চৌধুরী’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।