জুলাই সনদের আইনীভিত্তি ও পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাবনা জেলা জামায়াত কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে বাদ আসর চাঁপা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে।
পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল এর নেতৃত্বে মিছিলটি হাজী মোহাম্মদ মহসিন রোড ধরে দই বাজার মোড় ধরে আরঙ্গজেব রোড হয়ে খলিফা পট্টি, তুলা পট্টি ইন্দারা মোড় ,আব্দুল হামিদ রোড ধরে প্রেসক্লাব পাবনা ঘুরে শহীদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
পাবনা পৌর জামায়াত ও সদর উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা( সদর) পৌরসভা আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব। বক্তারা পি আর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন,গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।