শফিকুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এই তিন উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আমিনুল ইসলাম; কিন্তু বিএনপি’র সম্ভাব্য মনোনয়ন ঘোষণা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রার্থী বাছাইয়ে স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষিত হওয়ায় এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাকে মনোনয়ন দেওয়ার পরপরই লাগাতার আন্দোলন করে যাষ্টেয় বিএনপির বঞ্চিত নেতা- কর্মী-সমর্থকরা। প্রায় প্রতিদিন নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানীয় নেতা কর্মী-সমর্থকরা বিক্ষোভ সমাবেশ করছেন। নেতাকর্মীদের দাবি তৃণমূলের কোনো সমর্থন না নিয়ে আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটবাসী চান, যার জনপ্রিয়তা বেশি ও জনগণের কল্যাণে কাজ করবেন, তাকে মনোনয়ন দেওয়া হোক। যে পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি’র মনোনয়ন পরিবর্তন করা না হবে, সেই পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
গ্রাম-গঞ্জ-শহর
বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবি
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এই তিন উপজেলা নিয়ে গঠিত।